ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা বিএনপির ডাকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। শান্তিপূর্ণ ও নিরুত্তাপভাবে এ হরতাল পালিত হচ্ছে।

শৈলকূপা উপজেলা শহরে সকাল থেকে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। শহরের গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে সহিংস ঘটনাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিএনপি সমর্থিত প্রার্থী রাকিবুল হাসান খান দিপু বুধবার শৈলকূপা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষনা দেন। এ নির্বাচনে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন শিকদার (আনারস) ১ লাখ ২৯ হাজার ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত রাকিবুল হাসান থান দিপু (মোটরসাইকেল) পেয়েছেন ২৩ হাজার ২০১ ভোট।

(দ্য রিপোর্ট/আরএইচ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)