মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়া সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক এম রেজাউল করিম রেজার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক অহীদুর রহমান অহীদ, সাবেক সহ-সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাহতাব খন্দকার, সাবেক সহ-সভাপতি হাজি আব্দুল হামিদ জাকারিয়া, তাজুল ইসলাম মান্না, শফিকুর রহমান চৌধুরী, মিনহাজ উদ্দিন মিরান, হুমায়ুন কবির, হুমায়ুন কবির আমির, আলমগীর হুসাইন, রফিক আহমদ খান, শাহ সুমন, শাখাওয়াত হোসেন, শাহীন পাটোয়ারি, কবিরুজ্জামান জীবন, ইকবাল গনি প্রমুখ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওআইসির অষ্টম মুসলিম বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট জোন-২০১৭ এর মিয়ানমার ইস্যুতে বিশেষ সভায় যোগ দিতে মালয়েশিয়া সফর করছেন।

উল্লেখ্য, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে সোচ্চার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজ্জাকের উদ্যোগে কুয়ালালামপুরে ওআইসির এ বিশেষ সভার আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/এস/এইচ/এনআই/জানুয়ারি ১৮, ২০১৭)