চট্টগ্রাম অফিস : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির বড় ভাই সমাজ সেবক আব্দুর সাত্তার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)।

বুধবার (১৯ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর একটি ক্লিনিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মন্ত্রী বিএসসির সহকারী একান্ত সচিব নিয়াজ মোরশেদ নিরু এ খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে মরহুম আবদুর সাত্তার দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মরহুমের জানাজা শুক্রবার (২০ জানুয়ারি) বাদ জুমা চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে একই এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

(দ্য রিপোর্ট/এইচ/এনআই/জানুয়ারি ১৯, ২০১৭)