২৮ বছর বয়সী বাগদত্তাকে বিয়ে করছেন বের্লুসকোনি
দ্য রিপোর্ট ডেস্ক : ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির ২৮ বছর বয়সী বাগদত্তা ফ্যান্সেসকা প্যাসকেলকে বিয়ে করার ক্ষেত্রে আইনি বাধা দূর হয়েছে।
ইতালির একটি আদালত বের্লুসকোনির দ্বিতীয় স্ত্রী ভেরোনিকা ল্যারিওর সঙ্গে বিবাহবিচ্ছেদ মঞ্জুর করার পর তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার পথ সুগম হয় তার।
ইতালির তিনবারের প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সী বের্লুসকোনির কয়েকজন সন্তানের চেয়েও ছোট ফ্যান্সেসকা প্যাসকেল।
গত বছর ফ্যান্সেসকা প্যাসকেলের সঙ্গে এনগেজমেন্টের ঘোষণা দেন বের্লুসকোনি। এরপর এ জুটিকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা যায়। এ বছর ভ্যালেন্টাইনের আগের রাতেও বেশ ঘনিষ্ঠ অবস্থায় ক্যামেরাবন্দি হন তারা। (সূত্র : দ্য গার্ডিয়ান)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)