দ্য রিপোর্ট ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড রানের স্কোর গড়ে প্রায় ছয় বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটর যুবরাজ সিং। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) কটকে সফরকারীদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সর্বোচ্চ ১৫০ রান করেছেন তিনি। ইংলিশদের বিপক্ষে যেটি ভারতীয় ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানেরও রেকর্ড।

এদিন টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরুটা সুবাধায় করতে পারেনি স্বাগতিক ভারত। এমনকি প্রথম ম্যাচের ম্যাচ জেতানো সেঞ্চুরিয়ান অধিনায়ক কোহলি সাজঘরের পথ ধরেছিলেন মাত্র ৮ রান করে। তবে, চার নম্বরে ব্যাট করেত নেমে সদ্য অধিনায়কত্ব ছাড়া ধোনিকে সঙ্গি করেন যুবরাজ। দু’জন মিলে ভারতকে তুলে নিয়ে যান বিশাল রানের পাহাড়ে। তাদের দু’জনের সেঞ্চুরি সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংলিশদের বিপক্ষে ৩৮১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। শেষ পর্যন্ত ধোনি অবশ্য থামেন ১৩৪ রানে, আর যুবরাজ ১৫০ রানে।

ক্যানসারকে হার মানিয়ে স্বাভাবিক জীবনে ফিরে দীর্ঘ ছয় বছর পর এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন যুবরাজ। ৯৮ বলে এ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। অবশ্য, পরের ২৯ বলে আরও ৫০ রান যোগ করে ক্যারিয়ার সেরা স্কোরের পাশাপাশি ইংলিশদের বিপক্ষে ভারতীয়দের রেকর্ড রান করেছেন যুবরাজ।। যেখানে ছিল ২১ টি চার ও ৩ ছক্কার মার। নিজেদের ইনিংসের ৭ বল বাকি থাকতে ক্রিস ওকসের বলে এদিন সাজঘরে ফেরেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালের ২০ মার্চে সবশেষ সেঞ্চুরি করেছিলেন যুবরাজ। যেটি ছিল বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চেন্নাইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/এজে/জানুয়ারি ১৯, ২০১৭)