দ্য রিপোর্ট ডেস্ক : লিবিয়ার সির্তের মরু এলাকায় ইসলামিক স্টেটের দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় ৮০ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়, বুধবার মার্কিন বিমানবাহিনী ওই হামলা চালায় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার।

নিহত জঙ্গিদের কেউ কেউ ইউরোপে হামলার জন্যে প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সঙ্গে মিলে যৌথভাবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন কার্টার।

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর তার নিজ শহর এই সির্তে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের দখলে চলে যায়।

এদিকে, সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় আইএসের হামলায় ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

(দ্য রিপোর্ট/এম/জানুয়ারি ২০১৭)