পাকিস্তানে বিমান হামলায় ১৫ তালেবান নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের গোপন অবস্থানের ওপর পৃথক তিনটি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দত্তখেল, সাওয়ান ও মীর আলী তহশিলে এ বিমান হামলার ঘটনা ঘটে।
এ সব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে। এ হামলায় তালেবানের গোপন আস্তানা, অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।
এর আগে জানুয়ারির ২১ তারিখে উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় তালেবানের গোপন ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হন। (সূত্র : দ্য ডন)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/ফেব্রুয়ারি ২০, ২০১৪)