দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা করেছে র‌্যাব। যে কোনো ধরনের নাশকতা রোধে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।

তিনি আরো জানান, নিরাপত্তার অংশ হিসেবে শহীদ মিনার ও ঢাকা মেডিকেল কলেজের আশপাশে সাদা পোশাকের র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। ৪০ জন করে র‌্যাব সদস্য স্ট্যান্ডবাই মোতায়েন থাকবে।

এ ছাড়া সার্বক্ষণিক নজরদারির অংশ হিসেবে ২০টি ক্লোজ সার্কিট ক্যামেরা ও চারটি মুভিং ক্যামেরা থাকবে বলেও তিনি জানান।

সাম্প্রতিক সময়ে আল কায়েদার অডিওবার্তা নিয়ে দেশে ব্যাপক আলোচনার পরিরেক্ষিতে অতিরিক্তি নিরাপত্তা নেওয়া হচ্ছে কিনা- জানতে চাইলে র‌্যাবের মহাপরিচালক বলেন, সব বিষয়কেই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে নিরাপত্তা ছক তৈরি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)