দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের নারী ও জুনিয়র ফুটবলারদের নিয়ে ব্যতিক্রমী একদিন কাটিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন। শুক্রবার (২০ জানুয়ারি) গুলশানে নিজ বাসভবনে এ জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল বর্তমান সময়ে দেশের ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দেওয়া ফুটবলারদের।

এদিন সাফ ফুটবলে জাতীয় নারী দল আর মালয়েশিয়ায় মক কাপ ফুটবলের প্লেট পর্বে সাফল্য পাওয়া অনূর্ধ্ব-১৪ দলকে বাফুফে সভাপতি আমন্ত্রণ জানিয়েছিলেন তার নিজ বাসভবনে। দুপুরের আগেই হাজির হওয়া ফুটবলারদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি। শোনেন তাদের সুবিধা-অসুবিধার কথা। পরে ঘরোয়া পরিবেশে ফুটবলারদের সঙ্গে দুপুরের খাবার খান সালাহউদ্দিন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের শিলিগুড়িতে নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনাল খেলে বাংলাদেশ। যদিও সেখানে শিরোপা জেতা হয়নি সাবিনা খাতুনদের। কারণ, ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের কাছেই রেখে দেয় স্বাগতিক ভারত। অন্যদিকে, মালয়েশিয়ায় মক কাপ ফুটবলের প্লেট পর্বে (অনূর্ধ্ব-১৪) চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের জুনিয়র ফুটবল দল।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জানুয়ারি ২০, ২০১৭)