দ্য রিপোর্ট ডেস্ক : ইনজুরি যেন পিছুই ছাড়ছে বাংলাদেশের। একের পর এক ইনজুরিতে জর্জিত টিম বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরের শুরু থেকে একে একে মুশফিক, মাশরাফি, ইমরুল আর সবশেষ মুমিনুল ইনজুরিতে ছিটকে গেছেন দল থেকে। শুক্রবার(২০ জানুয়ারি) আবার কনুইতে আঘাত পেয়েছেন পেসার রুবেল হোসেন।

তবে, এবার ইনজুরির কবলে পড়তে গিয়েও ফিরে এসেছেন পেসার রুবেল হোসেন। তবে, শেষ খবর হল, কনুইয়ে আঘাত পাওয়া রুবেলের এক্সরে রিপোর্ট ভাল। ফলে, তাকে নিয়ে তেমন কোন শঙ্কা নেই বলে সাংবাকিদের জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। জানা গেছে, গুরুতর কিছু ধরা না পড়ায় আপাতত তাকে বেদনানাশক ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, শুক্রবার ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের শেষের দিকে ট্রেন্ট বোল্টের ছোঁড়া একটি বল এসে রুবেলের ডান হাতের কনুইয়ে আঘাত করে। ফিজিও ডিন কনয়ে মাঠে ছুটে এসে রুবেলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর রুবেল আবার ব্যাট হাতে দাঁড়ালে উদ্বেগ কিছুটা কমে। দিনের শেষে ১৬ রানে অপরাজিত ছিলেন তিনি। দলের একটি সূত্র বলেছে, ড্রেসিং রুমে ফিরেও রুবেল হাত নাড়াতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে তাকে এক্সরের জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জানুয়ারি ২০, ২০১৭)