দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার মঞ্চে এলো আরেকটি নতুন নাটক। দেশের অন্যতম নাট্য সংগঠন ‘দেশ নাটক’ তাদের ২২তম প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছে নাটক ‘সুরগাঁও’। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

প্রথম প্রদর্শনীতেই নাটকটি প্রশংসা কুড়িয়েছে দর্শকের। ‘সুরগাঁও’ নাটকের মাধ্যমে ১৬ বছর পর নির্দেশনায় ফিরলেন মাসুম রেজা। ফলে এই নাটকটিকে ঘিরে আগে থেকেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল।

অনেকেই অগ্রিম টিকিট বুকিং দিয়ে রেখেছিলেন। বিকেলে টিকিট কাউন্টারে ছিলো ব্যাপক ভিড়। সন্ধ্যায় নাটক শুরুর সময় এসে কেউ কেউ টিকিট না পেয়ে ফিরে গেছেন।

এ বিষয়টিকে ঢাকার নাট্যাঙ্গনের জন্য শুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন একাধিক নাট্যজন। দেশ নাটক সূত্রে জানা গেছে, শীঘ্রই নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করা হবে।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/জানুয়ারি ২১, ২০১৭)