ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুলু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে তার ভাতিজা নজরুল ইসলাম হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ঘাতক নজরুল ইসলাম ওরফে নজু মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ২৩ জানুয়ারি জল্লিকান্দি গ্রামে একটি শীতকালীন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ও সভাপতির নাম চূড়ান্ত করা নিয়ে দুলু মিয়ার ছেলে ইয়ার হোসেনের সাথে নজরুল ইসলামের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নজরুল ইসলাম ইয়ার হোসেনকে মারতে গেলে দুলু মিয়া তাকে রক্ষা করার জন্য এগিয়ে যান। এ সময় নজরুল তার হাতে থাকা লাঠি দিয়ে দুলু মিয়ার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুলু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ঘাতক নজরুল ইসলাম পলাতক রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এইচ/এআরই/এনআই/জানুয়ারি ২১, ২০১৭)