ভোলা প্রতিনিধি : ভোলায় বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা দুটি মিছিল বের করে চারটি আটোরিকশা ভাঙচুর করে। এ সময় দুই আটোরিকশাচালক আহত হন।

উল্লেখ্য, ভোলায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে জালভোট প্রদানসহ বিভিন্ন অভিযোগ এনে বিএনপির প্রার্থীরা নির্বাচন বয়কট করে বুধবার সংবাদ সম্মেলন করে হরতাল আহ্বান করেন।

(দ্য রিপোর্ট/জেএস/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)