দ্য রিপোর্ট ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে ৪৫০ উইকেট অর্জন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩ উইকেট নেওয়ার মধ্যে দিয়ে এ মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

 

 

 

শনিবার (২১ জানুয়ারি) ক্রাইস্টাচার্চের হেগলি ওভালে পরপর দুই ওভারে মাত্র ৪ রানের ব্যবধানে তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের ৩টি উইকেট। সাকিব এদিন নিজের পঞ্চম ওভারে প্রথম উইকেটি পান। মিচেল স্যান্টনারকে এলবিডব্লিউয়ের শিকার করে সাজঘরে ফেরান সাকিব। এরপর বিজে ওয়াটলিং (১) এবং কলিন ডি গ্র্যান্ডহোমকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান। এরই মধ্য দিয়ে পূর্ণ করেন নিজের ৪৫০তম উইকেট। ৭ ওভার বল করে ৩২ রান খরচে ৩টি উইকেটে নিয়েছেন তিনি।

এর আগে এই টেস্টের প্রথম দিনে বাংলাদেশের প্রথম ইনিংসে ৭৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন সাকিব। আর ওই ইনিংসের মধ্যে দিয়ে যোগ দেন আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব গড়েন তিনি। আর দ্বিতীয় দিনে এ কীর্তি গড়ার মধ্য দিয়ে সাকিব ৯ হাজার রান ও ৪০০’র বেশি উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখালেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ২১, ২০১৭)