দ্য রিপোর্ট ডেস্ক : কিংবদন্তি ব্যান্ড বিটলসের ২৬৭টি গানের কপিরাইট দাবি করে মামলা করলেন স্যার পল ম্যাকার্টনি। সোনি টিভি ও এটিভি চ্যানেলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কপিরাইটের মেয়াদ শেষ হওয়া সংক্রান্ত আইনের অধীনে ম্যানহাটান আদালতে মামলা করেছেন পল।

১৯৭৬ সালের মার্কিন কপিরাইট আইন অনুযায়ী, ১৯৭৮-এর আগে স্বাক্ষরিত যে কোনও শিল্পের কপিরাইট ৫৬ বছর পরে শিল্পীর কাছে ফিরিয়ে দেওয়াটা বাধ্যতামূলক।

আগামী বছরেই বিটলসের ৫৬ বছর পূর্ণ হচ্ছে। গত ন’‌বছর ধরে কপিরাইট পাওয়ার জন্য লড়ে যাচ্ছেন গায়ক–গীতিকার স্যার পল। ১৯৮০ সালে বিটলসের গানের কপিরাইট নিলামে চড়ানো হয়। কেনেন পপ স্টার মাইকেল জ্যাকসন। পরে দেনায় জর্জরিত হয়ে জ্যাকসন সেই কপিরাইট বিক্রি করে দেন সোনি ও এটিভি–কে।

মামলা জিতলে ‘ইয়েস্টার ডে’, ‘হে জুড’, ‘দ্য লং অ্যান্ড উইন্ডিং রোড’–এর মতো বেশ কিছু গানের কপিরাইট পাবেন ম্যাকার্টনি।

স্যার পলের মামলা দায়ের করার প্রসঙ্গে এটিভি মুখপাত্র বলেছেন, ‘‌স্যার পল ম্যাকার্টনির প্রতি আমাদের অপরিসীম শ্রদ্ধা এবং সম্মান রয়েছে। ওই রকম এক ব্যক্তি আমাদের বিরুদ্ধে মামলা করায় সত্যিই খুব ব্যথিত হয়েছি।’‌‌

(দ্য রিপোর্ট/এফএস/জানুয়ারি ২১, ২০১৭)