বরিশাল অফিস : নগরীর বান্দরোড এলাকায় ভাটার খাল বস্তিতে আগুন লেগে ২২টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর সদস্যরা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

বস্তির বাসিন্দারা জানান, আগুনে প্রায় এক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, ‘বস্তির বাসিন্দা মালেকা বেগমের ঘর থেকে ভোর ৪টার দিকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। পাশের ঘরগুলোয় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

(দ্য রিপোর্ট/বিএস/একে/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)