দ্য রিপোর্ট ডেস্ক : আবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেখা যাবে সুস্মিতা সেনকে। তবে এবার র‍্যাম্পে নয়। তাকে দেখা যাবে বিচারকের আসনে। খবরটি পয়ে উচ্ছ্বসিত তিনি।

১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন এই বঙ্গতনয়া। ২৩ বছর পর আবারও সেই চেনা মঞ্চেই ফিরছেন তিনি। তবে এবার আর মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে প্রতিযোগী হিসেবে নয়, থাকবেন এর বিচারক হিসেবে।

গত নভেম্বরেই ৪১-এ পা দিয়েছেন তিনি। ২০১৭-র ৬৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বিচারক হিসেবে ডাক পেয়ে বেজায় খুশি সুস্মিতা সেন।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তিনি। সেখানেই সুখবরটি জানিয়েছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, ‘যে ম্যানিলা আমাকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে আমি খুবই এক্সাইটেড।’

এ বছর ফিলিপিন্সে বসতে চলেছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর। ৩০ জানুয়ারি শুরু হবে এ প্রতিযোগিতা।

(দ্য রিপোর্ট/এফএস/জানুয়ারি ২২, ২০১৭)