দ্য রিপোর্ট ডেস্ক : একই দিনে দুটি আন্তর্জাতিক ম্যাচে ২ টি হাফ সেঞ্চুরি করে অনন্য এক রেকর্ড গড়েছেন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। দুবাইয়ে আইসিসি আয়োজিত ডেজার্ট টি২০ ক্রিকেটে গত শুক্রবার এই কীর্তি গড়েছেন তিনি। একই দিনে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে এই হাফ সেঞ্চুরি দুটি করেছেন শেহজাদ। এই সুবাদে ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে আসরের শিরোপাও ঘরে তুলেছে আফগানিস্তান।

আইসিসির সংক্ষিপ্ত সূচির কারণে এবার আসরের দুই সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচটি পড়ে যায় একই দিনে। যেখানে স্থানীয় সময় সকাল ১০টায় প্রথম সেমিফাইনালে ওমানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে আফগানরা। আর ওই ম্যাচেই ৬০ বলে ৮০ রান করেন শেহজাদ। যার সুবাদে সেখানে দিনের প্রথম হাফসেঞ্চুরি পেয়িছিলেন তিনি।

এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। যেখানে শেহজাদ পেয়ে যান তার দিনের দ্বিতীয় হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪০ বলে ৫২ রানের অপরাজিত এক ইনিংসে খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। এই সুবাদে, আসরে আয়ারল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে আফগানিস্তান।

(দ্য রিপোর্ট/এজে/জানুয়ারি ২২, ২০১৭)