মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায়
বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর ও শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।
মাগুরা সদর উপজেলায় বিএনপি সমর্থিত নাজিম উদ্দিন (আনারস) ৭২ হাজার ৩৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মো. ফারুক হোসেন (টিউবওয়েল) ৬০ হাজার ৮১৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত তানজিরা রহমান (কলস) ৭৩ হাজার ২৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মাগুরার শ্রীপুর উপজেলায় বিএনপি সমর্থিত বদরুল আলম হিরো (কাপ-পিরিচ) ৩৭ হাজার ৩৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মো. মিজানুর রহমান (বই) ২২ হাজর ৭০০ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় বিএনপি সমর্থিত প্রার্থী নারগিস সুলতানা (হাঁস) ৪৩ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
(দ্য রিপোর্ট/এসআইএস/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)