খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় পরাজিত সরকার সমর্থক চেয়ারম্যান প্রার্থী শামছুল হকের কর্মীরা হামলা ও ভাঙচুর করেছে। এ সময় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার ফলাফল ঘোষণা করার পরপরই এ হামলা শুরু হয়। তবে পুলিশ বলছে, কেউ অভিযোগ নিয়ে আসেনি।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম জানান, নির্বাচনে কেন্দ্রওয়ারি ফলাফল ঘোষণার পরপরই মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মী ও তাদের বাসাবাড়িতে হামলা শুরু হয়। হামলায় তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে আনতে দেওয়া হচ্ছে না। অনেকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরাজিত প্রার্থী মো. শামছুল হকের সঙ্গে তার মোবাইলে বারবার চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খান এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এখনও পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি।’

(দ্য রিপোর্ট/এইচএমপি/এফএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)