দ্য রিপোর্ট ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০ তে রোমাঞ্চকর এক জয় দিয়ে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। রবিবার (২২ জানুয়ারি) রাতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছে ৩ উইকেটের ব্যবধানে। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে সফরকারীরা।

এদিন জোহানেসবার্গে স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ১১৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় অ্যাঞ্জেলা ম্যাথিউসের নেতৃত্বাধীন দলটি।

দলকে জয় এনে দিতে দারুণ ভূমিকা রেখেছেন অধিনায়ক ম্যাথিউস। শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেছেন দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ৫০ বল খেলে ৩ ছক্কা আর এক চারের সাহায্যে করেছেন ৫৪ রান। এমনকি শেষ সময়ে ২ বল বাকি থাকতে ছক্কা হাঁকিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

এছাড়া ওপেনার নিরশা ডিকওয়েলা ও মিডলঅর্ডার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল করেছেন ২২ রান করে।

স্বাগতিকদের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন লুঙ্গি নিগিদি।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেছেন ওপেনার হিয়েন কুন। আর অধিনায়ক ফারহান বিহারদিন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান।

লঙ্কানদের পক্ষে ২৩ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন লাকশান সানদাকান।

ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অধিনায়ক ম্যাথিউস।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জানুয়ারি ২২, ২০১৭)