‘সব ধরনের হুমকি বিবেচনায় নিরাপত্তা ছক’
দ্য রিপোর্ট প্রতিবেদক : ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ছক তৈরি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আল কায়েদার অডিওবার্তা প্রকাশের পর জনমনে যে আশঙ্কা তৈরি হয়েছে, নিরাপত্তা ছকে এ সব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।’
কত স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে- জানতে চাইলে বেনজীর বলেন, ‘আমি নিরাপত্তা স্তরের কথা বলব না। তবে পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই এ বিষয়ে দায়িত্ব পালন করবে তা নয়; প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা।’
এর আগে সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।
(দ্য রিপোর্ট/এএইচএ/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০,২০১৪)