রাজশাহী অফিস : রাজশাহীর পুঠিয়ায় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আটক আবদুস সামাদ ওরফে মুসাকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার সকালে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুঠিয়া থানা পুলিশ মুসাকে হাজির করে। আদালতের বিচারক বিকাশ কুমার বসাক মুসাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

মুসার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা তদন্তনাধীন রয়েছে। রবিবার রাতে পুঠিয়া থানা পুলিশ তাকে আটক করে।

পুঠিয়ার বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ এবং গোটিয়া গ্রামে আদিবাসী ও বাঙালিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। নিহত পশ্চিমভাগ গ্রামের শহিদ আবদুস সামাদের স্ত্রী রাফিয়া বেগমের দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে মুসার বিরুদ্ধে তদন্ত শুরু করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

(দ্য রিপোর্ট/এআরই/জানুয়ারি ২৩, ২০১৭)