যশোরে চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে বোমা, পাল্টা গুলি
যশোর অফিস : জেলার চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবুর রহমানের গাড়িবহর লক্ষ্য করে বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় হাবিব তার কাছে থাকা শটগানের গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
হাবিব জানান, নির্বাচনী গণসংযোগ শেষে বুধবার গভীর রাতে তিনি চৌগাছায় নিজ বাড়িতে ফিরছিলেন। চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তরিকুল ইসলাম পৌর কলেজের সামনে গাছের গুঁড়ি ফেলে এবং রাস্তায় ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়ি লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারা হয়। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি।
হাবিব জানান, এ সময় তিনি তার কাছে থাকা শটগানের ২-৩ রাউন্ড গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।6
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড সরিয়ে নিলে হাবিব নিরাপদে বাড়ি চলে যান। ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হাবিব বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি বলে জানান তিনি।
আগামী ২৭ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হাবিবুর রহমান চেয়ারম্যান পদে লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম।
(দ্য রিপোর্ট/একে/এইউ/এমডি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)