দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের কোর্য়াটার ফাইনালে পা রেখেছেন টেনিসের দুই নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভার বিপক্ষে জিতে শেষ আট নিশ্চিত করেন তিনি।

মেলবোর্নে হাইসেন্স পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম সেটে ৭-৫ গেমে জয় পান সেরেনা। এরপর দ্বিতীয় সেটে ৫-৪ গেমের সহজ জয় তুলে নেন ২২টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা।

এর আগেই সেরেনার বোন ভেনাস উইলিয়ামসও অস্ট্রেলিয়ান ওপেনের কোর্য়াটার ফাইনালে উঠেছেন।

সেরেনার সামনে রেকরড ২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা হাতছানি দিচ্ছে। বছরের প্রথম এ শিরোপা জয় করতে পারলেই ছাড়িয়ে যাবেন স্টেফি গ্রাফকে। শুধু তাই নয় সপ্তমবারের মতো এ শিরোপাটি জয় করতে পারলে অ্যাঞ্জেলিক কারবারকে হটিয়ে নিজের শীর্ষস্থানটি পুনরায় ফিরে পাবেন তিনি।

সেরেনা সর্বশেষ ২০১৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতেছিলেন। তবে ২০১৬ সাল থেকেই কিছুটা ফর্মহীনতায় ভুগছিলেন তিনি। যার ফলে জার্মানির কারবারের কাছে শীর্ষস্থানটিও হারাতে হয় তাকে।

(দ্য রিপোর্ট/এনপিএস/জানুয়ারি ২৩, ২০১৭)