ফেসবুকে মন্ত্রীকে কটুক্তি, চট্টগ্রামে মামলা
![](https://bangla.thereport24.com/article_images/2017/01/23/Chittagang_thereport24.com.jpg)
চট্টগ্রাম অফিস: ফেসবুকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কটুক্তি করায় চট্টগ্রামে হাজী মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি দায়ের করেন মহানগরীর বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইকবাল।
বাদীর আইনজীবি অ্যাডভোকেট এ কে এম আজহারুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে সিএমপির কোতয়ালি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বাদী মামলায় অভিযোগ করেন, আসামী হাজী মো. আলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে আশালীন মন্তব্য করে তাদের সন্মানহানী ঘটিয়েছেন।
এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
(দ্য রিপোর্ট/এমকে/জানুয়ারি ২৩, ২০১৭)