দ্য রিপোর্ট প্রতিবেদক : হজযাত্রীরা কেবল বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনসের বিমানের মাধ্যমে হজে যেতে পারবেন- সরকারের এমন শর্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

এর আগে, বাংলাদেশ সরকার সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি করে। চুক্তিতে বলা হয়, মোট যাত্রীর ৫০% বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি ৫০% সৌদি এয়ারলাইনসের মাধ্যমে হজ পালন করতে যাবেন।

সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছরের ২৪ এপ্রিল হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সহ মোট তিনজন রিট দায়ের করেন। এরপর সরকারের এ সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আপিল বিভাগের চেম্বার জজ এ আদেশকে স্থগিত করে হাইকোর্টেই এটির নিষ্পত্তির আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ, মাহবুব শফিক।

আদেশের ফলে এখন থেকে হজযাত্রীরা যেকোনো বিমানের মাধ্যমে হজে যেতে পারবেন।

(দ্য রিপোর্ট/এসএ/একে/এমডি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)