দ্য রিপোর্ট প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে দেশের দারিদ্র্য শূন্যের কোটায় নিয়ে যেতে চাই। এ জন্য সবাইকে কাজ করতে হবে। এর অংশ হিসেবেই সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে ঢেলে সাজানো হচ্ছে। এত দিন এ কার্যক্রমগুলোতে যে ক্রটি ছিল সেগুলো দূর করে লিকেজ বন্ধ করার জন্য সামাজিক নিরাপত্তা কৌশল তৈরি করা হবে।’

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে খসড়া সামাজিক নিরাপত্তা কৌশলপত্রের উপর ‘জাতীয় সংলাপ- ২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আমরা জিডিপির ৩ শতাংশ সামাজিক নিরাপত্তায় ব্যয় করতে চাই। এটি যাদের পাওয়া দরকার তাদের হাতে সঠিকভাবে পৌঁছতে পারলেই এ লক্ষ্য পূরণ হবে।’

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দকৃত অর্থ যাতে অপচয় না হয় সে দিকে নজর রাখতে হবে। যেখানে যেখানে সমস্যা আছে সেখানে সমাধানের উদ্যোগ থাকতে হবে। তা ছাড়া বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যে সব সামাজিক নিরাপত্তামূলক কাজ করছে সেগুলো যাতে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলম।

(দ্য রিপোর্ট/জেজে/একে/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)