সিরাজগঞ্জ প্রতিনিধি : যৌতুকের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে শারমিন খাতুন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী।

শারমিন তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় চর হামকুড়িয়া গ্রাম থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৪ মাস পূর্বে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রানী গ্রামের সাইদুর রহমানের মেয়ে শারমিন খাতুনের সাথে বিয়ে হয় জহুরুল ইসলামের। বিয়ের পর থেকে জহুরুল যৌতুকের দাবিতে তার স্ত্রীকে নির্যাতন চালিয়ে আসছিল। এরই জের ধরে রবিবার রাতে শারমিনকে পিটিয়ে হত্যা করে মৃতদেহটি ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় সে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত গৃহবধূর শরীরে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করে মৃতদেহটি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/জানুয়ারি ২৩, ২০১৭)