দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের কোর্য়াটার ফাইনালে উঠেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। সম্প্রতি নিজের পুরনো ফর্ম ফিরে পাচ্ছেন নাদাল। একের পর এক জয় দিয়ে এগিয়ে চলেছেন। মেলবোর্ন পার্কে ষষ্ঠ বাছাই গায়েল মনফিলসকে হারিয়ে ৩০তম বারের মতো এ টুর্নামেন্টের কোর্য়াটার ফাইনালে পা রেখেছেন তিনি।

রড লেভার অ্যারেনায় মনফিলসকে হারাতে ৪টি সেট খেলতে হয়েছে নাদালকে। প্রথম দুই সেটে ৬-, ৬-৩ গেমে জিতে নেন ১৪টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা। এরপর তৃতীয় সেটে ৪-৬ গেমে হেরে বসেন তিনি। তবে চতুর্থ সেটে ৬-৪ গেমে জিতে ম্যাচটিও জিতে নেন তিনি।

কোর্য়াটার ফাইনালে নাদাল মুখোমুখি হবেন তৃতীয় বাছাই মিলোস রাওনিচের। তিনি শেষ ষোলোতে রবার্টো বাউতিস্তাকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন।

এরই মধ্যে এ টুর্নামেন্ট থেকে শীর্ষ দুই তারকা অ্যান্ডি মারে ও নোভাক জকোভিচ বিদায় নিয়েছেন। তাই ফাইনালে রজার ফেদেরার ও নাদালের মধ্যে লড়াইয়ে সম্ভাবনা জেগে উঠেছে। নাদাল এখন অব্দি মাত্র একবার এ ট্রফিটি জিতেছেন। তার সামনে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় হাতছানি দিচ্ছে।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ২৪, ২০১৭)