যশোরে ঋণসেবা ও দক্ষতামেলা চলছে
যশোর অফিস : যশোরে ঋণসেবা ও দক্ষতামেলা চলছে। পৌর কমিউনিটি সেন্টারে যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ফিতা কেটে বৃহস্পতিবার সকালে একদিনের এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এই ধরনের উদ্যোগ বেকার তরুণ-তরুণীদের চাকরি পেতে ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে। একই সঙ্গে চাকরিদাতা ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, স্কিলফুল প্রকল্পের ব্যবস্থাপক দেবীপ্রসাদ দাহাল, আরআরএফ-এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস বক্তৃতা করেন।
সুইজারল্যান্ডভিত্তিক এনজিও স্কিলফুল সুইসকনাটাক্ট এবং আরআরএফ-এর যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ২৫টি স্টল রয়েছে। স্টলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাংকের আটটি, আর্থিক প্রতিষ্ঠানের দুটি, এনজিওর দশটি, ট্রেনিং সার্ভিস প্রোভাইডারের চারটি ও একটি সাধারণ। স্টলগুলোতে বেসরকারি সংস্থাগুলোর পণ্য বিক্রির পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ প্যাকেজ প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। উদ্যোক্তারা জানান, একটি সমন্বিত ও টেকসই ফলাফলের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষিত কর্মী সৃষ্টি এবং তাদের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানসমূহের সম্পৃক্ততা নিশ্চিতকরণ ও শিল্প মালিকদের সঙ্গে পারস্পরিক পরিচিতি বাড়ানোর জন্য এ ব্যতিক্রর্মী মেলার আয়োজন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/একে/ইইউ/এমডি/এএইচ/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)