যশোর অফিস : যশোরে ইয়াবাসহ আল-আমিন নামে এক যুবককে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়।

যশোর থানার উপ-পরিদর্শক (এসআই) শোয়েবউদ্দিন আহমেদ জানান, সিটি কলেজ আবাসিক ছাত্রাবাসের সামনে থেকে আল-আমিনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আল-আমিন শহরের সিটি কলেজ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

দ্য রিপোর্ট/একে/এফএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)