কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর এলাকায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কুমরপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে মোটরসাইকেল চালক শাহ আলম (২৮) ও একই গ্রামের হুজুর আলীর ছেলে মোটরসাইকেল আরোহী নুরুজ্জামান (২৭)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের মধ্যকুমরপুর এলাকায় ভুরুঙ্গামারী থেকে আসা একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহ আলম মারা যান। তার পেছনে থাকা নুরুজ্জামান গুরুতর আহত হন। আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাসটিকে আটক করা হয়েছে।’
নিহতদের বাড়ি সদর উপজেলার কুমরপুর গ্রামে বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/জেআই/এফএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)