দ্য রিপোর্ট প্রতিবেদক :  চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ৭০-৮০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের ডিসি হারুন অর রশিদ হাজারী নৌকা ডুবির ঘটনা নিশ্চিত করে জানান, পতেঙ্গা ১১ নম্বর ঘাট থেকে ৭০-৮০ জন যাত্রী নিয়ে নৌকাটি কর্ণফুলীর ওপারে যাওয়ার সময় ডুবে যায়।

কোস্টগার্ড কর্মকর্তা লে. কর্নেল শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কোস্টগার্ডের ৪টি রেসকিউ বোর্ড পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এক নারীর লাশ উদ্ধার হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জানুয়ারি ২৫, ২০১৭)