যশোরে বোমাসহ শাশুড়ি-বউ আটক
যশোর অফিস : যশোর কোতোয়ালি থানা পুলিশ বিভিন্ন মামলার আসামি সেতুকে আটক করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ তার মা ও স্ত্রীকে আটক করেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেতু শহরের পূর্ববারান্দী মালোপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
আটকরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী রাখি ও ছেলের বউ অর্থাৎ সেতুর স্ত্রী চুমকি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ত্রাসী সেতুর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায় সেতু। বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী জড়ো হয়ে যায়। এ সময় পুলিশ বাড়ি তল্লাশি করতে চাইলে সেতুর মা রাখি ও তার স্ত্রী চুমকি বাধা দেয়। পরে থানা থেকে নারী পুলিশ এনে রাখি ও চুমকিকে আটক করা হয়। এরপর বাড়ি তল্লাশি করে পাঁচটি বোমা পাওয়া যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সেতু ও তার ভাই জিতু চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও বোমাবাজিসহ বিভিন্ন সন্ত্রসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/একে/এফএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)