মিতু হত্যা
বাবুল আক্তারের শ্বশুর-শাশুড়ীকে ডিবির জিজ্ঞাসাবাদ
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন খানম মিতু হত্যায় তার শ্বশুর-শাশুড়ীকে (মিতুর বাবা-মা) জিজ্ঞাসাবাদ করছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেন ও শাশুড়ী শাহেদা মোশারফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আসেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে চট্টগ্রাম ডিবি কার্যালয়ে আসতে বলা হয়েছিল।
এর আগে গত ২২ ডিসেম্বর বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছিল চট্টগ্রাম ডিবি পুলিশ।
উল্লেখ্য, গত বছরের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন মিতু।
(দ্য রিপোর্ট/এমকে/জানুয়ারি ২৬, ২০১৭)