চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় হাসান মঈনউদ্দিন জনি (৩১) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফৌজদার পুলিশ ফাঁড়ির পাশে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত হাসান মঈনউদ্দিন জনি উত্তর সলিমপুর জলিল গেটস্থ আবদুল জলিল সওদাগর বাড়ির মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচের ছেলে।

নিহত জনি হজরত কালুশাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানায় তার পরিবার।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই হুমায়ূন জানান, সকাল সাড়ে ১০টার সময়, শিক্ষক হাসান মঈনউদ্দিন জনি মোটরসাইকেলযোগে তার এক আত্মীয়ের জানাজা পড়েতে যাচ্ছিলেন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পাশে মাথায় থাকা ক্যাপ রাস্তায় পড়ে যাওয়ায় তা তুলে নিতে গিয়ে চট্টগ্রামমুখী একটি গাড়ি পিছন দিক থেকে চাপা দিলে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচ/এম/জানুয়ারি ২৬, ২০১৭)