দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশের ৬০টিরও বেশি প্রেক্ষাগৃহে শুক্রবার (২৭ জানুয়ারি) মুক্তি পাচ্ছে তানিয়া আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘ভালবাসা এমনই হয়’। এই মুহূর্তে সিনেমাটির প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন ছবিটির নির্মাতা ও শিল্পীরা।

এবার সিনেমাটির একটি পোস্টার জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে উপহার দিয়েছেন এ ছবির নির্মাতা তানিয়া আহমেদ। মাশরাফির মিরপুরের বাসায় বুধবার রাত ৮টায় এ পোস্টার তুলে দেন তানিয়া।

এ সময় তানিয়ার সঙ্গে ছিলেন তার ভাই সাজু মুনতাসীর ও ‘ভালোবাসা এমনই হয়’ ছবির অন্যতম অভিনয়শিল্পী মিশু সাব্বির। এ সময় সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার ইচ্ছা প্রকাশ করেন মাশরাফি।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ। আরও অভিনয় করেছেন- তারিক আনাম খান, সাজু মুনতাসীর, তানজিকা, মীর সাব্বির, মিশু সাব্বিরসহ অনেকে।

সিনেমার নাম শুরুতে ছিল ‘গুডমর্নিং লন্ডন’। পরবর্তীতে নাম রাখা হয়েছে ‘ভালোবাসা এমনই হয়’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। সঙ্গীত পরিকল্পনা করেছেন এসআই টুটুল।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/জানুয়ারি ২৬, ২০১৭)