চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৪
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার নিরাপদ হাউজিং সোসাইটি এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর পাঁচটার দিকে এ বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। বিস্ফোরণে সবার শরীর ঝলসে গেছে।
দগ্ধরা হলেন মো. আরিফ (২৭), ইপ্তি (১৭) ও ছমুদা খাতুন (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিস্ফোরণে ওই ভবনের তৃতীয়তলার ঘরের আসবাবপত্র থেকে শুরু করে পুরো ভবনের জানালার কাচ, দেয়াল ভেঙে দেয়ালের ইটের টুকরো পাশের ভবনের ব্যালকনিতে পড়লে সেটিও ক্ষতিগ্রস্ত হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর দিদারুল আলম জানান, খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলে থাকা বাকলিয়া থানার এসআই আক্তার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে আছি। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। বিস্ফোরণের মূল কারণ জানা যায়নি।
(দ্য রিপোর্ট/এম/জানুয়ারি ২৭, ২০১৭)