বীরগঞ্জে আ.লীগের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে বীরগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা শহরের মকবুল হোটেলের সামনে আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলাম (ঘোড়া মার্কা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুল চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
(দ্য রিপোর্ট/এমআইআর/একে/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)