চট্টগ্রামে ছেলের মামলায় বাবা-মা গ্রেফতার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বোয়ালখালীতে ছেলের দায়ের করা মামলায় বাবা, সৎ মা ও সৎ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডীর চাঁদারপাড়ার মতিউর রহমানের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৭ জানুয়ারি) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-মৃত মতিউর রহমানের ছেলে আবদুর রশিদ, তার স্ত্রী সানোয়ারা বেগম ও তার ছেলে আবদুল মালেক।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার বলেন, ২০১৬ সালে ফোরকান উদ্দিন নামের এক ব্যক্তির আদালতে দায়েরকৃত সিআর মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ (শুক্রবার) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সানোয়ারা বেগম বলেন, আবদুর রশিদের সংসারে দুই স্ত্রী। প্রথম সংসারে ৩ মেয়ে ও ২ ছেলে। দ্বিতীয় সংসারে ২ মেয়ে ও এক ছেলে রয়েছে। গত বছরে নভেম্বরে ২ কড়া জায়গা নিয়ে প্রথম সংসারের বড় ছেলে প্রবাসী নূর উদ্দিনের সঙ্গে তার ভাই ফোরকান ও ফোরকানের স্ত্রীর সাথে কথাকাটি হয়। এরপর ২ কড়া জায়গা রেজিস্ট্রিও করিয়ে নেয় তারা। তবে মামলা তুলে নেয়নি।
(দ্য রিপোর্ট/জেডটি/জানুয়ারি ২৭, ২০১৭)