দ্য রিপোর্ট ডেস্ক : রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তির আদেশ দেওয়ায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অভিযোগ আমলে নিতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত।

এদিকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়ায় তামিলনাড়ুর সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছেন।

মনমোহন সিংহ তার বিবৃতিতে বলেন, তামিলনাড়ু সরকার রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তির যে সিদ্ধান্ত জানিয়েছে তার কোনো আইনি ভিত্তি নেই। কোনোভাবেই হত্যাকারীদের মুক্তির পদক্ষেপ এগিয়ে নিতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এই হত্যাকাণ্ডকে ভারতের আত্মার ওপরে আঘাত বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বিবৃতিতে আরও বলেন, ‘আমাদের মহান নেতা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকারীদের মুক্তির আদেশ ন্যায়বিচারের মূলনীতিকে ধুলিস্যাৎ করে দিয়েছে। কোনো সরকার বা দলই আমাদের সন্ত্রাসবাদের প্রতি যুদ্ধের নীতির সঙ্গে আপোস করতে পারবে না’।

উল্লেখ্য, তামিলনাড়ু সরকার বুধবার রাজীব গান্ধী হত্যা মামলার সাত আসামিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। কেন্দ্র সরকারকে এ বিষয়ে মতামত জানানোর জন্য তিন দিন সময় দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার মাধ্যম একদিন পরেই কেন্দ্র সরকার এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)