দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. সৈয়দ গোলাম কিবরিয়া ও উপাধ্যক্ষ ডা. মো. দায়েম উদ্দিনকে স্বাস্থ্য অধিদফতরের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। একইসঙ্গে বায়োক্যামিস্ট্রির অধ্যাপক ডা. মো. আবু রায়হান খন্দকারকে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে ব্লাড ট্রান্সফিউশন বিভাগের অধ্যাপক গোলাম কিবরিয়াকে ওএসডি করে চট্টগ্রাম মেডিকেলে সংযুক্ত করা হয়েছে। রেডিও থেরাপি বিভাগের উপাধ্যক্ষ দায়েম উদ্দিনকে ওএসডি করে শেরে বাংলা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/আরকে/ফেব্রুয়ারি ২০,২০১৪)