দ্য রিপোর্ট ডেস্ক : মোবাইলে বিনামূল্যে বার্তা পাঠানোর জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ কিনে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

প্রায় ১৯ বিলিয়ন ডলার খরচে এই অধিগ্রহণ ফেসবুকের ইতিহাসে এখন পর্যন্ত সর্ববৃহৎ।

অ্যাপসটির মাধ্যমে ইন্টারনেট সংযোগের গ্রাহকরা বিনামূল্যেই বার্তা আদান-প্রদান করতে পারে। তাই অ্যাপসটির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। প্রতিষ্ঠানটির দাবি সাম্প্রতিক সময়ে প্রায় ১০ লাখ নতুন গ্রাহক প্রতিদিন অ্যাপসটিতে নিবন্ধন করছেন। শুরুতে একদম মুফতে এর সেবা পাওয়া গেলেও এখন বছরে মাত্র এক ডলার করে দিতে হচ্ছে গ্রাহকদের।

ফেসবুক হোয়াটসঅ্যাপের দাম মেটাতে এর প্রতিষ্ঠাতা ও কর্মচারীদের চার বিলিয়ন ডলার দেবে নগদে। আর বাকি অর্থ মেটানো হবে শেয়ার ও স্টকের মাধ্যমে।

হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা জন কুম একটি সম্মেলনে জানান ফেসবুকের অংশীদার হতে পেরে তারা সম্মানিত বোধ করছেন। এর মাধ্যমে বিশ্বজুড়ে আরও বেশি সংখ্যক মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও উল্লেখ করেন জন কুম।

আর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলছেন আলোচনার মাত্র ১১ দিনের মাথায় তারা চুক্তি করতে একমত হয়েছেন।

হোয়াটসঅ্যাপের সেবা অসাধারণ বলেও উল্লেখ করেন জুকারবার্গ।

ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপের চুক্তি চূড়ান্ত হওয়ার পরে সিলিকন ভ্যালির বিলিওনিয়ারের খাতায় নতুন করে যুক্ত হলো হোয়াটসঅ্যাপের দুই প্রতিষ্ঠাতা জন কুম আর ব্রায়ান অ্যাক্টনের নাম । সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)