বগুড়া প্রতিনিধি : বগুড়ার ৬টি উপজেলার চেয়ারম্যান পদে ৩টিতে জামায়াত, ২টিতে বিএনপি ও ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার রাতে এ সব ফল ঘোষণা করা হয়।

সহকারী রিটার্নিং অফিসগুলো থেকে প্রাপ্ত তথ্য মতে, দুপচাঁচিয়া উপজেলায় ৫৫ কেন্দ্রের সবকটিতে ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা আব্দুল গণি মণ্ডল (আনারস) ৫৮ হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কল্যাণ প্রসাদ পোদ্দার (কাপ-পিরিচ) ২৬ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন।

সারিয়াকান্দি : ৭০ কেন্দ্রের সবকটির ফলে ১৯ দল সমর্থিত বিএনপি নেতা মাসুদুর রহমান হিরু মণ্ডল (মোটরসাইকেল) মার্কায় ৫৩ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আলমগীর শাহী সুমন ৩৩ হাজার ৩৩৩ ভোট।

সোনাতলা : ৪৯ কেন্দ্রের মধ্যে ৪৪টিতে ১৯ দল সমর্থিত বিএনপি নেতা আহসানুল তৈয়ব জাকির ৪৯ হাজার ৯৩০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত জিয়াউল করিম শ্যাম্পু পেয়েছেন ২৮ হাজার ১০২ ভোট। এ উপজেলায় ৫টি কেন্দ্রের ভোট গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। স্থগিত কেন্দ্রের চেয়ে ভোটের ব্যবধান বেশি হওয়ায় চেয়ারম্যান প্রার্থী জাকিরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নন্দীগ্রাম : ৪৮টি কেন্দ্রের সবকটির ফলে জামায়াত সমর্থিত নূরুল ইসলাম মণ্ডল (আনারস) ৪৫ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত শামীম চৌধুরী (টেলিফোন) পেয়েছেন ২১ হাজার ৭১১ ভোট। আওয়ামী লীগের আনিছুর রহমান ১১ হাজার ৪০১ ভোট ও আওয়ামী লীগ সমর্থিত আনিছুর রহমান পেয়েছেন ১১ হাজার ৪০১ ভোট।

শেরপুর : জামায়াত সমর্থিত দবিবুর রহমান (আনারস) ৯০ কেন্দ্রের সবকটির ফলে ৮৩ হাজার ৩৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মজিবুর রহমান মজনু (কাপ-পিরিচ) ৪৫ হাজার ৭৫৯ ও বিএনপি সমর্থিত মাহবুবুর রহমান হারেজ (টেলিফোন) ১৯ হাজার ৪৬৪ ভোট পেয়েছেন।

ধুনট : ৮৫ কেন্দ্রের সবকটির ফলে বিএনপির বিদ্রোহী তৌহিদুল আলম মামুন ৫৭ হাজার ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত শাহজাহান আলী পেয়েছেন ৩৫ হাজার ৮০২ ভোট।

এদিকে ৬টি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চারজন চেয়ারম্যান থাকলেও তারা বিপুল ভোটে পরাজিত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এএইচ/ইইউ/এএস/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)