সাভারে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/20/savar-bus-accident-news.jpg)
সাভার প্রতিনিধি : সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ডি লিংক কোম্পানির সাদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের উদ্দেশে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসকে অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের একটি ইউনিট ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এএস/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)