সাভারে দুই প্রার্থীকে ৫৪ হাজার টাকা জরিমানা
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/20/Savar-election--fine.jpg)
সাভার প্রতিনিধি : সাভার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলার আশুলিয়ার ভলিভদ্র এলাকায় বৃহস্পতিবার দুপুরে মোটর শোভাযাত্রা ও গাড়িতে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত হোসেন এ জরিমানা আদায় করেন।
নির্বাচনী আচরণবিধিতে মোটর শোভাযাত্রা ও যানবাহনে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা করা নিষেধ থাকলে বিএনপির মনোনীত প্রার্থী কফিলউদ্দিন তা অমান্য করেছেন। এ সময় ওই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত হোসেন উপস্থিত হয়ে মোটর শোভাযাত্রা আটকে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই সময়ে ওই এলাকায় যানবাহনে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা করায় মিনি আক্তার ঊর্মিকেও চার হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি অমান্য করায় কফিল উদ্দিন ও মিনি আক্তারের কাছে থেকে জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)