দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গৃহবধূ ফরিদা বেগমের (২৭) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বনাখালপাড়া ২৪৩/এ/৩ নম্বর বাসা থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী এমদাদকে আটক করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, এমদাদ দ্বিতীয় বিয়ে করায় প্রায়ই ফরিদার সঙ্গে তার ঝগড়া হতো। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এমদাদ ফরিদার ছোট বোন শাহিদাকে ফোন দিয়ে বলে তোমার বোন আর নেই। এ সময় শাহিদা ফরিদার বাড়িওয়ালাকে ফোন দেয়। পরে বাড়িওয়ালা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফরিদার মৃতদেহ উদ্ধার করে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ফরিদাকে শ্বাসরোধ করে হত্যা করার পর মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়।’

ফরিদার ছোট বোন শাহিদা বলেন, ‘আমার বোন আত্মহত্যা করতে পারে না। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।’

ফরিদার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার কানারগাঁও গ্রামে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)