বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে বিমান বাহিনীর প্রশিক্ষণ কামানের গোলার আঘাতে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের সুয়ালক ইউনিয়নের ভাগ্যকূল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম বেলাল হোসেন (৩১)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার বড়দুয়ারা গ্রামে, বাবার নাম মোহাম্মদ হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই সূয়ালক ইউনিয়নের হলুদিয়া এলাকায় ফায়ারিং প্রশিক্ষণের সংরক্ষিত এলাকা ভাগ্যকূল থেকে প্রায় সাত কিলোমিটার দূরের টার্গেট এলাকায় গোলা বর্ষণ করা হচ্ছিল। এ সময় বিমান থেকে ছোড়া গোলায় কাঠুরিয়ার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, নিষেধাজ্ঞা থাকার পরেও প্রশিক্ষণ চলাকালে সংরক্ষিত এলাকা থেকে বাঁশ ও বোমার ভগ্নাংশ (তামা ও লোহা) সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে। নিহতকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/একে/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)