দ্য রিপোর্ট প্রতিবেদক : মাশরাফিকে টপকাতে পারলেন না সাকিব। তবে সমান সংখ্যক উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ২ জনই।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার আব্দুর রাজ্জাক। ১৪৭ ম্যাচ খেলে নিয়েছেন ২০৪ উইকেট। এর পরেই ছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। ১২৯ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৬৪টি।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট নিয়ে মাশরাফির সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এর আগে ১৩০ ম্যাচ খেলে সাকিবের উইকেট ছিল ১৬৩টি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বোলিং করে এক উইকেট পেয়েছেন সাকিব। দুর্দান্ত খেলা আশান প্রিয়াঞ্জনকে ৬০ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)